মৌলভীবাজার প্রতিনিধি: কাউসার আলী, পিতা: আনসার আলী, সাং: আনিকেলিভর (পূর্ব কালিয়ার গাঁও)১২ নং গেয়াস নগর ইউপি। কাউসার আলী গত ২ বছর পূর্বে তার আপন মামা ফয়ছল তালুকদার ও মামি ইমা বেগমের মাধ্যমে ৩,৫০,০০০ টাকা দিয়ে প্রবাসে যান। কাতার প্রবাসে যাওয়ার পর, কাজে লাগিয়ে দেওয়ার কথা থাকলে ও কাউসার আলীকে কোনো কাজকর্ম না দিয়ে নানান তালবাহানা করতে তাকে। এক সময় এই নিয়ে মনোমালীন্যতা সৃষ্টি হলে এক পর্যায়ে প্রবাসে মারপিট করিয়া তার ভিসা বাতিল করিয়া দেন।
কাউসার আলী এই বিষয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।এই ঘটনাকে কেন্দ্র করে ২১-০৪-২০২৫ তারিখে বিকাল আনুমানিক ৪:৩০ ঘটিকায় , ঘটনা স্থল শ্রীমঙ্গল ভৈরব বাজার আমেরতল মেইন রাস্তায় ইমা বেগম ও ফয়ছল তালুকদারের নির্দেশে ,মসুদ তালুকদার সহ অঙ্গাত বিবাদী গন দেশীয় অস্ত্র নিয়ে গালি গালাজ করিয়া এলোপাথাড়ি ভাবে শরীরের বিভিন্ন স্থানে লিলা ফুলা ও জখম হয়। তাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হয়েছে।
কাউসার আলীর সাক্ষাৎকারে আমরা আরও জানতে পারি।সে মৌলভীবাজার থানার পর শ্রীমঙ্গল থানায় আরেকটি অভিযোগ দায়ের করে। এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপার আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তার আকুল আবেদন। থাকে যে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, তার জানমালের নিরাপত্তা ও সুষ্ঠ বিচারের মাধ্যমে আইনের আওতায় আনা জোড় দাবি জানাই।
Leave a Reply