আশিকুর রহমান রানা ,(সিলেট জেলা প্রতিনিধি): বাংলাদেশ সেন্টার লন্ডনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট শিল্পপতি, খলিল গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সিলেটের বিয়ানীবাজার উপজেলার খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। ২২ এপ্রিল বিকেল ৪টা ৩০মিনিটের সময় ঢাকায় ইন্তেকাল ইন্তেকাল করেছেন।
বিশিষ্ট শিল্পপতি খলিল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
এক শোক বার্তায় তিনি বলেন, বাংলাদেশ সেন্টার প্রতিষ্ঠার সময় খলিল চৌধুরীর অসামান্য অবদান ছিল। তিনি ছিলেন একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী। একজন সৎ ও বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে তিনি খুবই সুপরিচিত ছিলেন। ঢাকায় গার্মেন্টস ব্যবসার মাধ্যমে বেকার নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উন্নয়নে তাঁর বিশাল অবদান ছিল। দেশের অর্থনৈতিক উন্নয়নে তিনি বিরাট অবদান রাখেন।
আশির দশকে বিয়ানীবাজার পৌর এলাকার একদল শিক্ষানুরাগী আধুনিক শিক্ষার জন্য কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠা করে অর্থনৈতিক কারণে প্রতিষ্ঠান পরিচালনা করতে হিমশিম খেয়ে পড়েছিলেন। তখন মানবতার ফেরিওয়ালা হিসেবে এ প্রতিষ্ঠানের পুর্ন দায়িত্ব নেন খলিল চৌধুরি। তাঁর অর্থনৈতিক পৃষ্ঠপোষকতায় নব উদ্দীপনায় অগ্রযাত্রা শুরু করে খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতন। আজ এ প্রতিষ্ঠান বিয়ানীবাজার উপজেলার একটি আদর্শ ও উন্নতমানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠেছে।
শোক বার্তায় দেলোয়ার হোসেন বলেন, মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।
Leave a Reply