মোঃ শাহজাহান আলী বাদল,পঞ্চগড় জেলা প্রতিনিধি: নিয়োগ বাণিজ্য, অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারীতে এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে চাকরির নামে প্রতারিত হওয়া বেশ কয়েক ব্যক্তি। অভিযুক্ত প্রধান শিক্ষক হলেন উপজেলার ধামোরহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের মোঃ আব্দুল জব্বার। ২২ এপ্রিল সন্ধ্যায় আটোয়ারী প্রেসক্লাবে ভুক্তভোগিরা উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন। বিদ্যালয়টিতে একসময় চাকরির নামে প্রতারিত হওয়া ব্যক্তিরা পৃথক পৃথক ভাবে আবেগ আপ্লুত হয়ে তাদের অভিযোগপত্র পর্যায়ক্রমে পড়ে শোনান। ভুক্তভোগিদের অভিযোগ থেকে জানা গেছে, ১৯৯৬ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে আঃ জব্বার প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই বিভিন্ন দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে এলাকার সহজ সরল যুবকদের চাকরি দেয়ার প্রলোভন দেখান। তার প্রলোভনে ভুক্তভোগিরা নিজের সহায় সম্বল বিক্রি করে উক্ত শিক্ষকের হাতে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি পাওয়ার আশায় দিনের পর দিন তার কাছে ঘুরতে থাকেন। এদিকে প্রধান শিক্ষক সাবেক ফ্যাসিস্ট সরকারের স্থানীয় কিছু নেতার সাথে হাত মিলিয়ে ব্যাপক নিয়োগ বানিজ্যের মাধ্যমে ২-৩টি অট্টালিকা বানিয়ে বহাল তবিয়তে জীবন কাটাচ্ছেন।
অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অভিযোগ পড়ে শোনান উপজেলার রাজাগাঁও গ্রামের জনৈক মৃত: মফিজ উদ্দীনের পুুত্র মোঃ আব্দুল করিম, একই গ্রামের আঃ বারেকের পুত্র মোঃ ফজলুল করিম, ধামোরহাট গ্রামের মৃত: প্রধান মোহাম্মদের পুত্র মোঃ সাহিদুল হক, একই গ্রামের আব্দুর রহমানের পুত্র মোঃ আশিরুল ইসলাম ও ধামোর গাছবাড়ি গ্রামের মৃত: হবিবর রহমানের পুত্র মোঃ আইয়ুব আলী। এছাড়াও ধামোর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান সিরাজ ভুক্তভোগিদের অভিযোগের সাথে একাত্বতা প্রকাশ করে উক্ত প্রধান শিক্ষকের বিভিন্ন অপকর্মের কথা উল্লেখ করে তার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে জোড়ালো বক্তব্য রাখেন। এ প্রসঙ্গে প্রধান শিক্ষক মোঃ আব্দুল জব্বার মুঠোফোনে জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট।
Leave a Reply