আর এ লায়ন সরকার, নরসিংদী: নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের সাবেক নেতা আমির সরকার (৩০) কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ২২ এপ্রিল দুপুরে নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
নিহত আমির হোসেন সরকার আলোকবালি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার এবং ওই ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আলোকবালী গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, আমির সরকারের বড় ভাই বিদেশ থেকে দেশে আসার খবরে তাকে দেখতে এলাকায় যায় সে। পরে প্রতিপক্ষরা খবর পেয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাকে এলোপাথাড়ি মারধর ও কুপিয়ে জখম করে। মারধরের পর রক্তাক্ত অবস্থায় তাকে জমিতে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
নরসিংদী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে জানা যায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধের জেরে এঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
Leave a Reply