মোঃবেলায়েত হোসেন, পলাশ নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ সভাকক্ষে ২৩এপ্রিল সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার মাশফিকা হোসেন-এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, বিশেষ করে বাল্যবিবাহ রোধে কার্যকরী ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ মনির হোসেন ,উপজেলা সহকারী কমিশনার ভূমি এম এ ফখরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আল মুইন শাহরিয়ার,উপজেলা পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তা প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাশফিকা হোসেন মহিলা বিষয়ক কর্মকর্তাকে মেনশন করে বলেন “বাল্যবিবাহ রোধ করতে হবে যারা মাঠে কাজ করছেন তারা যেন সচেতন ভাবে কাজ করেন। বিশেষ করে যখন জন্ম নিবন্ধন করতে আসে দেখা যায় তার আঠারো বছর হয়নি তারপরও সে প্রেগন্যান্ট। এ ব্যাপারে আরো কঠোর ও সচেতনভাবে কাজ করার নির্দেশ দেন। সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। উপজেলার প্রতিটি নাগরিক যেন নিরাপদে বসবাস করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, মাদক, ইভটিজিং ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সকলের সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই।
সভায় বিভিন্ন ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে সংশ্লিষ্ট প্রতিনিধিরা তাদের মতামত ও সমস্যার কথা জানান।
সভা শেষে আইন-শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পরামর্শ ও সুপারিশ গ্রহণ করা হয়। উপস্থিত সদস্যরা উপজেলা প্রশাসনের উদ্যোগের প্রশংসা করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
Leave a Reply