মোঃ ওয়াহিদ খান ,কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বিএনপির এক স্থানীয় নেতার উপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, চোখ উপড়ে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয় তার উপর। এ ঘটনায় এক আওয়ামী লীগ নেতার ভাগ্নে তাহের (৪০) কে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
ভিকটিম মোঃ শাহাব উদ্দিন, তারানগর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
ভিকটিমের ভাই মাহতাব উদ্দিন দৈনিক ঘোষণা কে বলেন, ২০ এপ্রিল রাতে নিজস্ব জমিতে মাটি ভরাটের কাজ চলাকালীন সময়ে জয়নগর গ্রামের বড় পুকুর পাড় এলাকায় আওয়াল হোসেন(৫৫), রবি হোসেন (৪২),হায়দার আলী (৫০), মোঃ জুহুন (৪২), তাহের (৪০), মোঃ গেদু (৩৫), ওয়াসিম (৩৫), মুন্না (২৪) সহ আরও ৮-১০ জন দেশীয় অস্ত্রসহ উপস্থিত হয়ে তাদের ট্রাক আটকিয়ে রাখে।
পরিস্থিতি বুঝে শাহাব উদ্দিন ও তার ভাই মাহতাব ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং বাধা দেওয়ায় তাদের উপর অতর্কিত হামলা চালায়।
হামলায় শাহাব উদ্দিনের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তার পিঠ ও পায়ে রামদা ও শাবল দিয়ে আঘাত করা হয়। মাহতাব উদ্দিনকেও লোহার রড দিয়ে মারধর করা হয় এবং হত্যাচেষ্টাও চালানো হয় বলে অভিযোগ।
আশপাশের লোকজনের হস্তক্ষেপে হামলাকারীরা পালিয়ে গেলেও যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দিয়ে যায়। পরে পরিবার ও স্থানীয়রা শাহাব উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে শাহাব উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং ইতোমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে আহত বিএনপি নেতাকে দেখতে মঙ্গলবার বিকেলে আটি জয়নগর গ্রামে আসেন ডাকসুর সাবেক ভিপি ও চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। এসময় তিনি আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
Leave a Reply