মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: ইউএস-বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত দিনব্যাপী রোড র্যালি, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ডা. আজিজুর রহমান এবং প্রধান বক্তা ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. সাজ্জাদুর রহমান।
উপাধ্যক্ষ ডা. এনায়েত করিমসহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ইউএস-বাংলা মেডিকেল কলেজ ছাত্র-ছাত্রীদের মেধা ও মানবিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং আদর্শ চিকিৎসক তৈরি করতে নিরলসভাবে কাজ করছে।” তিনি আরও উল্লেখ করেন, “ইউএস-বাংলা মেডিকেল হাসপাতাল রূপগঞ্জ ও আশপাশের এলাকার রোগীদের জন্য উন্নতমানের চিকিৎসাসেবা নিশ্চিত করে এ অঞ্চলের মানুষের আস্থার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।” শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের প্রাণবন্ত অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করে সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply