নান্নু মিয়া: নবীনগর জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন নবীনগর-আরিচা ও নবীনগর-চন্দ্রা হাইওয়ের সংযোগস্থলে অবস্থিত নবীনগর পুলিশ বক্সের সামনে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে করে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন সাধারণ পথচারী ও যানবাহন চালকরা।
সম্প্রতি এই এলাকায় তোলা এক ছবিতে দেখা যায়, রাস্তায় জমে থাকা পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অনেক পথচারীকে ভিজে রাস্তায় পাশ ঘেঁষে চলতে দেখা যায়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। জনবহুল এই সড়কে এমন পরিস্থিতি দীর্ঘদিন ধরে চললেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
এক পথচারী জানান, “প্রতিবার বৃষ্টি হলেই এই জায়গাটা নদীতে পরিণত হয়। হাঁটাও যায় না, রিকশাও চলে না। অথচ এটি অন্যতম ব্যস্ত একটি মোড়।” স্থানীয় দোকানদার জানান, রাস্তায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে থাকে ঘণ্টার পর ঘণ্টা। ফলে বৃষ্টির দিনে পুরো এলাকা অচল হয়ে পড়ে। এছাড়া যানজট ও ছোটখাটো দুর্ঘটনাও নিত্যদিনের চিত্র।
জলাবদ্ধতার এই সমস্যা দ্রুত সমাধান না হলে এলাকাবাসীর ভোগান্তি বাড়বে এবং গুরুত্বপূর্ণ সড়কে দুর্ঘটনার আশঙ্কাও বৃদ্ধি পাবে। তাঁরা বলেন, এই অঞ্চলে সুষ্ঠু পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলাই একমাত্র টেকসই সমাধান।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
Leave a Reply