জঙ্গলে বেঁধে রেখে গেল দুর্বৃত্তরা টহল পুলিশের তৎপরতায় প্রাণে রক্ষা পেলো যাত্রীরা
সোহাগী আক্তার জুই,গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদি-নাওলা-গোসাত্রা সড়কে আজ ভোররাতে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে সড়কের উপর বিশালাকৃতির গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। এরপর চলন্ত যানবাহন থামিয়ে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাতে জানা গেছে, ডাকাত দল যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়। পরে তাদের হাত-পা বেঁধে পাশের গভীর জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায়। আহত ও ভীত-সন্ত্রস্ত যাত্রীরা জঙ্গলে পড়ে কান্নাকাটি শুরু করলে, টহলরত পুলিশের একটি দল কান্নার আওয়াজ শুনে দ্রুত সেখানে অভিযান চালায়। পরে পুলিশ তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানান, ঘটনার পরপরই পুলিশের পক্ষ থেকে তৎপরতা শুরু করা হয়েছে। দুষ্কৃতকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারে অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে বলিয়াদি-নাওলা-গোসাত্রা সড়কে টহল পুলিশের সংখ্যা বাড়ানো জরুরি।
নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও বাড়তি নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে।
Leave a Reply