শায়েক আহমদ,মৌলভীবাজার: সম্প্রতি রাজধানীতে ছারছীনার পীর সাহেব মাওলানা নেছারুদ্দীন মুহাম্মদ হুসাইন এবং ছাহেব কিবলাহ ফুলতলী (র) -এর নাতি মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী এক বৈঠকে মিলিত হন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময়ের পাশাপাশি দেশ ও মুসলিম উম্মাহর বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা আলোচনা করেন। দেশের স্বার্থ রক্ষা ও ইসলামের বৃহত্তর কল্যাণে ছারছীনা ও ফুলতলী সিলসিলার পূর্বসূরি বুজুর্গদের অবদানের কথা তারা স্মরণ করেন। তাঁদের রেখে যাওয়া আদর্শের ভিত্তিতে দেশ, জাতি, দ্বীন ও মানবতার কল্যাণে কাজ করার ব্যাপারে তারা প্রত্যয় ব্যক্ত করেন। ইসলামী আদর্শ ও শিক্ষাধারা সমুন্নত রাখার উপর তারা গুরুত্বারোপ করেন।
ছারছীনার পীর সাহেব এবং মাওলানা আহমদ হাসান চৌধুরী হযরত সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (রহ.)-এর স্মরণে অনুষ্ঠিতব্য সম্মেলনে শহীদে বালাকোটের অনুসারী সকল মাশাইখের উপস্থিতি নিশ্চিতের বিষয়েও আলোচনা করেন। উল্লেখ্য, উপমহাদেশের প্রখ্যাত মুজাহিদ ও ইসলামি চেতনার পুরোধা ব্যক্তিত্ব হযরত সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (রহ.)-এর স্মরণে আগামী ৬ মে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের আয়োজন করছে বালাকোট চেতনা উজ্জীবন পরিষদ।
ছারছীনার পীর সাহেব এই মহতী উদ্যোগের বিষয়ে জানান, সায়্যিদ আহমদ শহীদ (রহ.)-এর জীবন ও আদর্শ নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এ প্রয়াস সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। হযরত সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (রহ.) ব্রিটিশরাজের পতন এবং মুসলমানদের স্বাতন্ত্র্য রক্ষার আন্দোলনে লড়াইরত অবস্থায় ঐতিহাসিক বালাকোট প্রান্তরে শহীদ হন। তাঁর আত্মত্যাগ মুসলিম উম্মাহর রূহানী চেতনা ও ঐক্যের প্রতীক।
আহমদ হাসান চৌধুরী ফুলতলী জানান, সম্মেলনে দেশের খ্যাতনামা পীর-মাশায়েখ আলেম-উলামা, ইসলামী চিন্তাবিদ-গবেষক ও বিশিষ্টজন অংশগ্রহণ করবেন। তারা দু’জনই সম্মেলনের সফলতা কামনা করেন।
বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিন, দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ. খ. ম আবু বকর সিদ্দীক, মাসিক পরওয়ানার সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী, হযরত শাহজালাল ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ কুতুবুল আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক আব্দুল্লাহ যোবায়েরসহ অন্যান্যরা।
Leave a Reply