নাহিদা আক্তার পপি: হবিগঞ্জের দুই কৃষককে ভারতে নির্যাতনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্যাতনের শিকার ব্যক্তিরা মাধবপুর উপজেলার তুলশীপুর গ্রামের তোফাজ্জল হোসেন ও জামাল মিয়া।
বিজিবি জানায়, ভারতীয় সীমান্ত রক্ষীর অভিযোগ, ওই দুই কৃষক অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন । তাই তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় গতকাল রোববার বিকেলে ভারতীয় বিএসএফ ও হবিগঞ্জ ব্যাটালিয়ান (৫৫ বিজিবি) সদস্যদের এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে পৌনে ৬টার ভারতীয় বিএসএফ সদস্যরা হরিণখোলা সীমান্ত ফাঁড়ি সদস্যদের কাছে আটক তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে হস্তান্তর করেন। মাধবপুর থানার ওসি (তদন্ত) কবির হোসেন জানান, ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে মামলা দিয়ে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে’।
Leave a Reply