মল্লিক জামাল: বরগুনার সকল সড়ক, মহাসড়ক ও পৌরসভায় যানবাহন থেকে টোল (চাঁদা) আদায় বন্ধ করার নির্দেশ দিয়েছে বরগুনা দ্রুত বিচার আদালতের হাকিম এসএম শরিয়ত উল্লাহ। আদালতে দায়েরকৃত এক মামলার প্রেক্ষিতে ২১ এপ্রিল ২৫ এ আদেশ দেন তিনি।
১৪৩২ বাংলা সনের জন্য বেতাগী পৌর প্রশাসক মো. খোকন হাওলাদারকে টেম্পোস্ট্যান্ড ইজারা দেয়। সেখানে অন্য ব্যাক্তিরা জোরপূর্বক টোল (চাঁদা) আদায় করছে দাবি করে বরগুনা দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করে মো. খোকন হাওলাদার। সোমবার এ মামলার শুনানি কার্যক্রম সম্পন্ন হয়।
হাইকোর্ট বিভাগের আদেশের পরও বরগুনা জেলর বিভিন্ন সড়ক ও পৌর সভায় নিয়মিত চাঁদা আদায়ের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদপত্রে। সম্পন্ন অবৈধভাবে টোল (চাঁদা) আদায়ের নামে রাস্তা থেকে চাঁদা আদায় করা হচ্ছে। বিষয়টি আদালত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয় এবং কোন আইনের বলে ইজারা দেওয়া হয়েছে তা জানতে পৌর প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
বরগুনা জেলাধীন কোন কোন সড়কে টোল আদায়ের নামে রাস্তা থেকে চাঁদা তোলা হচ্ছে তা জানতে চেয়ে প্রশাসকদের নোটিশ করা হয়েছে। একই সাথে জেলার সকল পৌরসভায় টোলের নামে হয়রানির মাধ্যমে টাকা আদায় বন্ধের নির্দেশ দিয়েছে বিজ্ঞ আদালত।
Leave a Reply