মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : খুলনায় অভিযান চালিয়ে সন্ত্রাসী ইমন(২৮) কে নগর গোয়েন্দা পুলিশ আটক করেছে। ২১ এপ্রিল বিকালে আড়ংঘাটা রায়ের মহল মধ্যপাড়া এলাকায় তাকে আটক করা হয়।কেএমপির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃত ইমন মোল্লা হরিনটানা থানা রায়েরমহল মোল্লা বাড়ির মো: মাসুদ মোল্লার ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রায়ের মহল মধ্য পাড়া এলাকার বাবুলের ভিটার পরিত্যক্ত বাড়ির পশ্চিম পাশের ঝোপঝাড়ের মধ্য থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছে থাকা ৮ রাউন্ড শর্ট গানের গুলি উদ্ধার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে আড়ংঘাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, থানার নথিপত্র যাচাই করে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩ টি মামলার তথ্য পাওয়া গেছে।
Leave a Reply