জামান ভূঁইয়া
সংস্কার সংস্কার বলে শুধু
করছে এখন ভণ্ডামি ,
এ ভাবে চলতে থাকলে
বাড়বে আরো গুণ্ডামি !
মানুষ এখন বুঝে গেছে
আপনারা কি চান ,
আপারা যে গদির আশায়
গাইছেন শুধু গান ।
শহীদের কথা ভাবলেননা
করলেন নতুন দল ,
নাই যে কোন সহানুভূতি
নাই চোখে জল !
শহীদের রক্তে দাড়িয়ে কেন
করলে আজ দল গঠন ,
আপনাদের কথায় উঠে বসে
মরছে সবাই যখন তখন ।
ধোঁকা দিয়ে করলেন শুধু
কোটার আন্দোলন ,
সেই কথা এখন জানছেন
দেশের জনগণ ।
শহীদের মা কাঁদছে শুধু
হারিয়ে তার ছেলে ,
শান্তি একটু পাবেন মা
কোথায় তারা গেলে ?
ধোঁকা দিয়ে করবে কতো
আরো চালাকি ,
জাড়ি ঝুড়ি করবে তোমরা
আছে কতো বাকী !
লুটপাট করছেন কত
করছেন কত খুন ,
জনগণ আরো বুঝতে পারছে
আপনাদের কত গুণ !
কোটি টাকা করছেন কামাই
করছেন গাড়ী বাড়ী ,
আহতরা আজ কাঁদছে দেখেন
হাত-পা হারি ।
কংকালসার দেহ এখন
ফেলছে চোখের জল ,
না খেয়ে শরীরে তাদের
নাইতো কোন বল ।
ধোঁকার মাঝে চলছে দেখ
আমাদের এই দেশ ,
আর কিছুদিন চললে এমন
হবে সব শেষ !
Leave a Reply