জামান ভূঁইয়া
কেমন করে বোঝে মোরগ
নামাজের সময় হলে ,
মুয়াজ্জিন দেয় আজান
আল্লাহু আকবার বলে ।
ডাহুক ডাকে বুলবুলি ডাকে
ডাকে শালিক আরো ,
ঘুম থেকে উঠো সবাই
জলদি নামাজ পরো ।
মুয়াজ্জিন বলছে শোন
ঘুম হইতে নামাজ ভালো
নামাজ পড়ে দ্বীলের ভিতর
আল্লাহর নূর জ্বালো ।
মুয়াজ্জিন বলছে আরো
কল্যানের পথে আস ,
নামাজ পড় আল্লাহর তরে
আল্লাহকে ভালবাস ।
নামাজ ছাড়া নাই উপায় ,
বলছেন আমার নবী ,
হাদীস মেনে চলতে হবে
আল্লাহ আমার সবই ।
রাতের ঘুম হারাম করে
যারা নামাজ পরে ,
জান্নাত পাবে তারা সবে
বুঝবে যখন মরে ।
হালাল রুজি করবে যারা
আল্লাহর হুকুম মেনে ,
যাকাত ফেতরা দিবে তখন
কোরআন হাদিস জেনে ।
মিথ্যা ছেড়ে বলবে সত্য
মুসলমান যারা ,
সৎ পথে চলবে সবাই
নবীর উম্মত তারা ।
কালেমা পড়ে মুসলিম হলে
নামাজ পড়তে হবে ,
নামাজ পড় মুসলিম হলে
দ্বীলে শান্তি রবে ।
Leave a Reply