শামীম মীর ,গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলা শহরের প্রবেশদ্বারের জনগুরুত্বপূর্ণ গৌরনদী উপজেলার নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান স্থানীয় সাংবাদিকদের সাথে বদলীজনিত কারণে বিদায়ী মতবিনিময় সভা করেছেন।
এক বছর আট মাস ব্যাপক সুনামের সাথে সরকারি দায়িত্বপালন করে সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খানের এ সভায় অশ্রুসজল নয়নে গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিকরা বক্তব্য রাখেন। শনিবার ১৯ এপ্রিল সন্ধ্যায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক জহুরুল ইসলাম জহির, মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, মো. হানিফ সরদার, সদস্য কাজী আল-আমিন প্রমুখ। সভায় গৌরনদী প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান দীর্ঘসময়ে তার দায়িত্ব পালনকালে অজান্তে কোন ভুলত্রুটি হয়ে থাকলে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে সবার দোয়া কামনা করেছেন। সবশেষে গৌরনদী প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
নিজের সততা, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দিন-রাত সমানতালে গৌরনদীবাসীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে মাত্র একবছর আট মাসের মধ্যে সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মো. আবু আবদুল্লাহ খানযেকারণে সরকারিভাবে তাকে ঢাকায় বদলী করা হলেও তা মেনে নিতে পারছেন না গৌরনদীবাসী। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান বদলী প্রত্যাহারের জন্য গৌরনদীবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার বেলা এগারোটার দিকে গৌরনদী উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হবে। পাশাপাশি বরন অনুষ্ঠানের মাধ্যমে নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরী তার কর্মস্থলে যোগদান করবেন।
Leave a Reply