মোঃবেলায়েত হোসেন, পলাশ, নরসিংদী: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩তম ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে নরসিংদীর পলাশ উপজেলায় এক মানববন্ধনের আয়োজন করে পলাশ উপজেলা ছাত্রদল, পৌরসভা ছাত্রদল এবংপলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের ছাত্রদল।
সোমবার (২১এপ্রিল) দুপুরে পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা। তারা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে স্লোগান দিতে থাকেন।
মানববন্ধনে পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূঁইয়া সোহেল বলেন “পারভেজের মতো একজন মেধাবী শিক্ষার্থীকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা হৃদয়বিদারক ও অমানবিক। আমরা এই হত্যার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত বিচার দাবি করছি।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম খান পলাশ উপজেলা ছাত্রদল, যুগ্ম আহ্বায়ক আহমেদ আতাহার ইশতিয়াক গাজী পলাশ উপজেলা ছাত্রদল, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম অপু, পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি আখলাত হোসেন, পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ সম্পাদক শিমুল ভূঁইয়া, পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাংগঠনিক সম্পাদক পলাশ ভূঁইয়া,ঘোড়াশাল পৌর বিএনপি সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, ঘোড়াশাল পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল মিয়া।
এ সময় তারা বলেন, যদি হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় না আনা হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, জাহিদুল ইসলাম পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং তিনি এলাকার তরুণদের মধ্যে একজন প্রিয় মুখ হিসেবে পরিচিত ছিলেন।
Leave a Reply