মোঃ সামিউল মন্ডল সোহাগ, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রংপুর-সৈয়দপুর মহাসড়কে মোটর সাইকেলের পিছনে থাকা আরোহী ছিটকে পড়ে ড্রাম ট্রাকের চাকার নিছে পিষ্ট হয়ে ঘটনা স্থানে মারা যায়। খোঁজনিয়ে জানা গেছে, ২০ এপ্রিল রাত ১০ টার সময় উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর নদীরপাড় গ্রামের মৃত্যু জহির রহমানের ছেলে ছাগল ব্যবসায়ী মহুবার রহমান (৫৮) তারাগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে ঘনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কে পিছন থেকে যশোর-ট ১১-৫১৭৪, ড্রাম ট্রাক ধাক্কা দিলে ওই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন,তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা।
Leave a Reply