মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : খুলনায় নাবালিকা ধর্ষন মামলার আসামি মিজানুর রহমান খোকন(৫০) কে গ্রেফতার করেছে র্যাব- ৬। ২০ এপ্রিল রাতে তাকে বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। র্যাব-৬ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানাগেছে, ১৯ এপ্রিল রাত ৮ টার দিকে বটিয়াঘাটা উপজেলার একটি গ্রামে খাবার কিনে ভিকটিম বাড়ি ফিরছিল। পথিমধ্যে ভিকটিমের প্রতিবেশি খোকন জানায় বাবা ডাকছে। এমন কথা শুনে ভিকটিম তাদের সাথে একটি পরিত্যাক্ত ঘরে প্রবেশ করলে সেখানে থাকা আরো কয়েকজন মিলে ঔই নাবালিকাকে ধর্ষন করে ফেলে রেখে যায়। এ ঘটনাটি এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হলে পুলিশের পাশাপাশি র্যাব ও ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে গোপন সংবাদের মাধ্যমে রোববার রাতে আসামি মিজানের অবস্থান জানতে পেরে র্যাব -৬ এর সদস্যরা বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ ওসি মো: মনিরুল ইসলাম বলেন, আসামি মিজানুর রহমান খোকনকে র্যাব থানায় হস্তান্তর করেছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পরে তাকে রিমান্ডে এনে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।
Leave a Reply