সাজ্জাদ হাওলাদার ,আগৈলঝাড়া প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের মতো আগৈলঝাড়ায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তের সঠিক হিসাব না পাওয়া গেলেও কৃষকরা বেশ ক্ষতিগ্রস্ত ।তবে ফসলের জমি, বিদ্যুতের তার, বিদ্যুতের খুঁটি, গাছপালা সহ ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যায়। অনেক গ্রামে গাছপালা ভেঙে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। এই এলাকার বেশ কিছু কৃষকরা জানিয়েছেন, আমাদের হাজার হাজার মন ধান পানিতে তলিয়ে গেছে।আমরা যে খরচ করে ধান চাষ করেছিলাম সেই খরচ এ বছর আর উঠবে না। বিগত দুই বছর খুব ভালো ফলন হয়েছিল কিন্তু এ বছর আমাদের খেয়েদেয়ে বাঁচাই কষ্টসাধ্য হয়ে যাবে। আগৈলঝাড়া এই অঞ্চল নিচু হওয়ার কারণে, ভারী বৃষ্টি ও ঝড় হলেই জমিতে পানি উঠে যায় যা আর কখনোই নামে না । ফলে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় এবং এ ক্ষতি আর পুষিয়ে নেওয়া সম্ভব নয়।
Leave a Reply