এস.এম.জয়, বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট হাইওয়ে থানার সামনে প্রায় ৪০ মিনিট রাস্তা অবরোধ করেছে সিএনজি চালিত অটোরিক্সা চালকরা। সোমবার (২১শে এপ্রিল) দুপুরে চালকেরা তাদের সিএনজি চালিত অটোরিক্সা দিয়ে মহাসড়ক ব্যারিকেড দেয়। এতে রাস্তার উভায় পাশে যানজট সৃষ্টি হয়। এ-সময় সিএনজি চালকরা পুলিশের চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকে। পরে নন্দীগ্রাম থানা পুলিশ ও কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ চালকদের সাথে কথা বলে। এরপর সবাই মহাসড়ক থেকে চলে যায়।
সিএনজি চালক নিলয় অভিযোগ করে বলেন, আমার কাছ থেকে চাঁদা দাবি করে পুলিশ। আমি চাঁদা না দিতে চাইলে মামলা দেয়। গাড়ি দাঁড় করিয়ে চাঁদা দাবি করে হাইওয়ে পুলিশ। টাকা না দিলে বিভিন্ন ধারায় মামলা দেয় তারা। এজন্যই মহাসড়ক অবরোধ করা হয়েছে।
সিএনজি চালক মাসুদ রানা বলেন, আমার সিএনজি আটকানোর পর ২০০ টাকা নিয়ে তারপর সিএনজি যেতে দিয়েছে। চালকরা সিএনজি চালাতে গেলে তাদের টাকা দিতেই হয়। সারা দিনে যা ভাড়া মারি অর্ধেক তারা নিয়ে নেয় কিভাবে চলবো।
চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মনোয়ারুজ্জামান “জাতীয় দৈনিক ঘোষণা ” -কে বলেন, চাঁদাবাজির কোন ঘটনা ঘটেনি। একটি সিএনজিকে মামলা দেওয়া হয়েছে। যে কারণে তারা ইষান্বিত হয়ে সিএনজি দিয়ে মহাসড়ক অবরোধ করেছে।
Leave a Reply