মোঃ মাইনুল ইসলাম ,মাদারীপুর: মাদারীপুর সদর হাসপাতালে অসুস্থ মেয়েকে দেখতে এসে ছেলেকে হারালো মা মাদারীপুর সদর হাসপাতালে অসুস্থ দুই বছরের মেয়েকে দেখতে এসে ৬ মাসের ছেলেকে সাথে না নিয়ে বাড়িতে ফিরতে হলো সোহেল মুন্সির সহধর্মিনী মনি আক্তার কে মনি আক্তার মাদারীপুর সদর উপজেলা পাঁচখোলা ইউনিয়নের মহিষারচর গ্রামের সোহেল মুন্সির স্ত্রী সোহেল মুন্সী দুটি সন্তান একটি মেয়ের বয়স দুই বছর আরেকটি ছেলের বয়স ৬ মাস সেই ছয় মাসের শিশু আব্দুল্লাহ সোহেল মুন্সির স্ত্রী মনি আক্তার যখন অসুস্থ ভর্তি থাকা মেয়েকে দেখতে আসেন মাদারীপুর সদর হসপিটালে সাদা বোরাপাড়া একটি মহিলা শিশু আব্দুল্লাহকে আদর করার কৌশলে ছয় মাসের শিশু কোলে নেয় মহিলাটি মনি আক্তারের অপরিচিত আদর করবে বলে কোলে নিয়ে ছয় মাসের শিশু আব্দুল্লাহকে নিয়ে পালিয়ে যায় সাদা বোরকা পরা শিশু চোর সেই মহিলাটি।
Leave a Reply