মল্লিক জামাল :- ছয়টি উপজেলা নিয়ে গঠিত উপকূলীয়া জেলা বরগুনায় চীনের অর্থায়নে এক হাজার শয্যা বিশিষ্ট ‘চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে বরগুনার সচেতন মহান। ২০ এপ্রিল ২৫ সকাল ১১ টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অ্যাড. রেজবুল কবিরের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, উপকূলীয় বরগুনাবাসী সব সময় উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ জেলা থাকা সত্ত্বেও বিগত সরকারের আমলে এখানকার স্বাস্থ্যখাত অবহেলার শিকার। তাই চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল বরগুনায় স্থাপন করার দাবি জানাচ্ছি। এখানে হাসপাতাল নির্মিত হলে স্থানীয় ১২ লাখ মানুষসহ আশপাশের অন্তত ৩০ লক্ষ মানুষ স্বাস্থ্যসেবার দ্বারা উপকৃত হবে। হাসপাতাল নির্মান করার জন্য বরগুনায় পর্যাপ্ত পরিমানে জমি রয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
Leave a Reply