জামান ভূঁইয়া
শ্রমিকের মাথার ঘাম
ঝরে পরে পা’য় ,
তবু তাদের শ্রমের মূল্য
সঠিক নাহি পায় ।
রোদ বৃষ্টি ঝড়ে তারা
করে সদা কাজ ,
সময় পায়না ধনীর মতো
করতে তারা সাজ ।
পেট ভরে পায়না খেতে
শ্রমিকের ঘরে ,
আধা খেয়ে আধা পরে
তারা শুধু মরে ।
কাজ ছাড়া নাই উপায়
শ্রমিকের দল ,
কাজ শেষে শ্রমিক যারা
পায়না দেহে বল ।
Leave a Reply