আহাদুজ্জামান আকাশ কালিয়াকৈর,(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রানীসম্পদ প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে উপকরন বিতরন করা হয়েছে। সকালে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরেনারী হাসপাতাল এ উপকরন বিতরনের আয়োজন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির খামারীদের মাঝে একশত কেজি গো-খাদ্য, দুই প্যাকেট ভিটামিন,একটি সাইন বোর্ড, এবং ৪টি খুটি বিতরন করেন। বকনা বাছুর খামারীদের একশত কেজি ও ষাঢ় বাছুর খামারীদের একশত পঞ্চাশ কেজি করে খাদ্য বিতরন করেন। এসময় বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, উপজেলা ভেটেরিনারী সার্জন ডাক্তার মামুনুর রহমান, উপজেলা ডেভলফমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) কালিয়াকৈর থানার সেকেন্ড অফিসার এস আই রাসেল আহাম্মেদ, উপজেলা যুব প্রতিনিধি তমিজুর রহমানসহ অন্যান্যরা।
Leave a Reply