এনামুল কবীর এনাম, বদলগাছী নওগাঁ : নওগাঁর বদলগাছীতে ৭ হেক্টর জমিতে পান চাষে সাবলম্বী কৃষক। উপজেলার বালুভড়া ইউনিয়নের নিহনপুর গ্রামের পান চাষি আত্তাব মন্ডল, বিদ্যুৎ হোসেন সহ বিভিন্ন চাষির সঙ্গে সরেজমিনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জানা যায় উক্ত সফলতার কথা । আত্তাব মন্ডল জানান আমি ৯ শতক জমিতে ৩৫/৪০ হাজার টাকা খরচ করে পান চাষ শুরু করি,১২ বছর যাবত এই জমিতেই চাষ করে থাকি। প্রতি বছর ৪০/৫০ হাজার টাকা খরচ করলে, বছরে এক লক্ষের ও বেশি টাকার পান বিক্রয় করতে পারি।আত্তাব হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি বছরে ৮০ হাজার টাকা আয় করতে পারি।
বিদ্যুৎ হোসেন বলেন আমার সব খরচ বাদ দিয়ে ৯ শতক জমিতে ৬০ হাজার টাকা আয় করতে পারি। ভালো পান হলে ৬৫ পানে এক বিড়া, এক বিড়া পানের দাম ৭০/৮০ টাকা বিক্রি, পান উঠানোর সময় ৩ জাত করতে হবে, ছোট পান গুলো ৩০/৪০ টাকা বিড়া বিক্রি করে থাকি।
পান চাষ বিষয়ে বদলগাছী উপজেলা কৃষিবীদ সাবাব ফারহানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই উপজেলায় ৭ হেক্টর জমিতে পান চাষ করা হয়েছে তার বেশি ভাগ বালুভরা ইউনিয়নে। তিনি বলেন প্রতি জমিতে সব কিছু খরচ বাদ দিয়ে ২ লাখের বেশি আয় করা সম্ভব। বদলগাছী কৃষি উপসহকারীগন পান চাষীদের সঙ্গে দেখা করেন এবং সঠিক পরামর্শ প্রদান করেন। কতিপয় কৃষক বলেন পান একবার পান রোপণ করলে ১৫/২০ বছর শুধু পরিচর্যা করে চাষ করা সম্ভব।
Leave a Reply