নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক রাশেদা বেগম এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এর-প্রতিবাদে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের মানববন্ধন। গত বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে এ মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১৬ এপ্রিল বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে জোর পূর্বক তৈয়ব আলী , শ্যামলী , আফরোজা , বাদল , শিক্ষকদ্বয় মিলে ছাত্রীদেরকে ক্লাস থেকে বাহির করে বিদ্যালয়ের বাইরে গিয়ে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করে মানব বন্ধন করেন। যাহা এই প্রাচীণ প্রতিষ্টান ও অভিভাবক সমতুল্য) সৎ ও মেধাবী প্রধান শিক্ষিকার বিরুদ্বে মিথ্যা অভিযোগের সামিল তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দায়ী শিক্ষকগণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানানো হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম জানান, ১৬ এপ্রিল মানববন্ধনে তার বিরুদ্বে মিথ্যা অপপ্রচার করা হয় যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
Leave a Reply