উখিয়া, প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার বিশাল এলাকা জুড়ে বসবাস করছে মিয়ানমার থেকে পালিয়ে আসা লক্ষ লক্ষ রোহিঙ্গা জনগণ।এখনও পর্যন্ত উখিয়া টেকনাফের ৩৪ টি ক্যাম্পে সব মিলিয়ে অন্তত ২২ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।যতই দিন যাচ্ছে রোহিঙ্গারা ততই বিভিন্ন অপরাধ কার্যক্রমে জড়িত হচ্ছে। এতে স্থানীয় বাংলাদেশী জনগণের দুর্ভোগের সীমা নাই। প্রতি বছর বৃষ্টি হলেই রোহিঙ্গারা তাদের ময়লার ড্রেন ও সেফটি ট্যাঙ্কির ময়লা চাষাবাদের জমিতে ছেড়ে দেয়। নেই কোন পরিকল্পিত ময়লা নিষ্কাশনের ড্রেন।গত কয়েকদিন ধরে গুড়ি গুড়ি মুষলধারে বৃষ্টি হচ্ছে।কুতু পালং লম্বাশিয়া ক্যাম্পের রোহিঙ্গারা ময়লার ড্রেন ও সেফটি ট্যাঙ্কির মল মূত্র ফসলি জমির দিকে ছেড়ে দেয়।ফলে প্রতি বছরের মত এবারও নষ্ট হচ্ছে বিশাল জায়গা জুড়ে ফসলি জমির ফসল। ফজু মিয়ার রাস্তার পাশের ফসলি জমি এভাবেই নষ্ট হচ্ছে।দেখার কেউ নাই।স্থানীয় ভুক্তভোগীরা জানায় রোহিঙ্গারা খুবই বিপদজনক।তাদেরকে নিষেধ করতে গেলে উল্টা আক্রমণাত্মক হয়ে উঠে রোহিঙ্গারা।এই সব ক্যাম্পের উন্নয়ন ও সার্বিক তদারকী নিয়ে কাজ করছে বিভিন্ন এনজিও।কিন্তু স্থানীয়দের দাবি এনজিও প্রতিষ্ঠানগুলো যদি নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা তৈরি করে তাহলে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাবে।পরিবেশে দুর্গন্ধ ছড়াবে না।আর স্থানীয় জনগোষ্টির ফসলি জমির ক্ষতি রোধ হবে।তাই স্থানীয় জনগোষ্টির দাবি এনজিও কর্তৃক যেন অতি বৃষ্টি শুরু হওয়ার পূর্বে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়।পাশাপাশি তারা স্থানীয় সরকার প্রতিনিধি ও সমাজের সচেতন মানুষের সহযোগিতা কামনা করেছেন।
Thank you