মিথ্যা নারী কেলেঙ্কারির অভিযোগের তীব্র প্রতিবাদ
ইয়াছিন আহমদ কবির, সিলেট প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-সিলেট ইউনিটের যুব স্বেচ্ছাসেবক হাবিবুর রশিদ জনির বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন তিনি নিজে। সম্প্রতি সিলেটের কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে তার বিরুদ্ধে ‘নারী কেলেঙ্কারির’ অভিযোগ তুলে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়, যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন হাবিবুর।
হাবিবুর রশিদ জনি জানান, “আমি ২০১৯ সাল থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-সিলেট ইউনিটে যুব স্বেচ্ছাসেবক হিসেবে নিষ্ঠার সাথে কাজ করে আসছি। ১৫ মার্চ ২০২৫ তারিখে ভিটামিন-এ ক্যাম্পেইন কেন্দ্রের দায়িত্ব নিয়ে একটি ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে ১৬ এপ্রিল আমাকে ৬ মাসের জন্য সাময়িক বহিষ্কারপত্র প্রদান করা হয়। বিষয়টি নিয়ে আমি যথাযথভাবে অফিসিয়ালভাবে প্রতিবাদ জানিয়ে সমস্যার সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “উক্ত ভুল-বোঝাবুঝিকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল আমার সামাজিক ও পারিবারিক মর্যাদা ক্ষুন্ন করতে একজন নারীর মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা নারী কেলেঙ্কারির অভিযোগ তোলে। বাস্তবে এসব অভিযোগের কোনো সত্যতা নেই। শুধুমাত্র আমার সুনাম নষ্ট করার জন্য এই অপচেষ্টা চালানো হয়েছে।”
হাবিবুর অভিযোগ করে বলেন, “যখন অফিসিয়ালভাবে বিষয়টির সমাধানের প্রক্রিয়া চলছিল, তখনই সিলেটের একটি অনলাইন পোর্টাল আমার সাময়িক বহিষ্কারের খবরকে অতিরঞ্জিত ও মনগড়া তথ্যের মাধ্যমে প্রকাশ করে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।”
তিনি এসব অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “আমি সিলেটের বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় আমার বক্তব্য তুলে ধরার আবেদন জানিয়েছি, যেন মানুষ সত্যটি জানতে পারে এবং বিভ্রান্ত না হয়।”
সামাজিকভাবে একজন স্বেচ্ছাসেবক হিসেবে দীর্ঘদিন কাজ করে যাওয়া জনি সকলের কাছে দোয়া ও সহমর্মিতা কামনা করেছেন, যেন সত্য সব সময় প্রকাশ পায় এবং অন্যায়ভাবে কোনো নিরীহ ব্যক্তি অপমানিত না হয়।
Leave a Reply