ইয়াছিন আহমদ কবির, সিলেট প্রতিনিধি: আজ হাছনরাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে দিনব্যাপী নানা সাংস্কৃতিক ও মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ ছাতক ও সিলেটের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত এসব কর্মসূচি স্থানীয় লোকসংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
আজকের উল্লেখযোগ্য কর্মসূচিসমূহের মধ্যে ছিল:
১. স্মরণসভা ও কবর জিয়ারত:
দক্ষিণ ছাতকের বুড়াইরগাঁও বাজারে সদ্য প্রয়াত বাউল কবি সুলতান আহমদ আজাদ-এর স্মরণে এক স্মরণসভা আয়োজন করা হয়। পরে কবির কবর জিয়ারত করা হয় এবং সিনিয়র বাউল চন্দন মিয়ার বাড়িতে গিয়ে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়।
২. মাজার জিয়ারত:
বাউল সাধক পাগল হাসানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাতকের শিমুলতলায় গিয়ে তাঁর মাজার জিয়ারত করা হয় এবং স্বজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়।
৩. শিল্পীর খোঁজ-খবর:
সিলেট আখালিয়ার বাসভবনে গিয়ে বেতার ও বিটিভির প্রখ্যাত শিল্পী শাহ আলীনুর সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়।
৪. চিকিৎসার সহায়তা:
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বাউল বশির উদ্দিন আহমদের সাথে সাক্ষাৎ করে তাঁর চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জহিরুল ইসলাম উচিনপুরি, সিনিয়র সভাপতি কালামিয়া, সহ-সভাপতি শাহ মোঃ আলী রব, সাধারণ সম্পাদক সোলেমান হোসেন চুন্নু, সহ-সাধারণ সম্পাদক শাহ আলমগীর, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন হোসেন শাহ, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক পথিক রাজুসহ অন্যান্য সদস্যবৃন্দ।
Leave a Reply