1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বগুড়ার কদিমপাড়াতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ভাংচুরঃ থানায় অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দিনাজপুরে প্রাচীন বিষ্ণু মন্দির রক্ষার দাবিতে হিন্দু সম্প্রদায়  সীমানা নির্ধারণ করে বন রক্ষা, বালু-দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স শিবচরে গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার কক্সবাজার ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট ও কুয়াকাটা গেস্ট হাউজের সাথে ডিসকভার ট্যুরস এন্ড ট্র্যাভেলস এর সমঝোতা চুক্তি অনুষ্ঠিত সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা ফুলতলায় সুমন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার। রুপসায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র সহ জুনায়েদ বাহিনী আটক পলাশ উপজেলা বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক ভাবে মোকাবেলা না করতে পেরে অপপ্রচার চালাচ্ছে একটি মহল পাঁচবিবিতে ইয়াবাসহ গ্রেফতার সাবেক ইউপি সদস্য আব্দুল বারিক দুলাল  সরকার অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্রে চুরি লুটপাট, প্রশিক্ষককে লাঞ্চিত, আদালতে মামলা

বগুড়ার কদিমপাড়াতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ভাংচুরঃ থানায় অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৫১ দেখেছেন

ফজলে রাব্বী, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের কদিমপাড়া মধ্যপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৮টি বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় লিটন মিয়া নামের এক ব্যক্তি বাদী হয়ে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, লিটন মিয়া, সাজি বেগম ও সীমা বেগম প্রতিবেশি। গত (১৮-০৪-২৫) শুক্রবার বেলা আনুমানিক ১১টার সময় লিটন মিয়ার ছাগল সীমা বেগমের বাড়ির আঙ্গিনায় লাগানো একটি গাছের চারা সবার অজান্তে খেয়ে ফেলে। এসময় ছাগলটি ধরে নিয়ে যাওয়ার সময় বাদী অনুরোধ করলে সীমা বেগম ছাগলটি ছেড়ে দেয়। এই সূত্রকে কেন্দ্র করে প্রতিবেশী সাজি বেগম লিটন মিয়াকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন বাদী গালিগালাজ করতে বারণ করলে সাজি বেগম ও সীমা বেগম বাদীকে মারপিট করে আহত করে।

পরবর্তীতে একই দিনে বিকাল আনুমানিক ৪টার সময় ১নং বিবাদী সাজি বেগমের ইন্ধনে অন্যান্য বিবাদীরা আঃ রাজ্জাক (৩৫), পিতা-রুস্তম আলী খাঁ, মোঃ বাবলু খাঁ (৩৮), পিতা-সামরা খাঁ, মোঃ হোসেন আলী শেখ (৫৫), পিতা-দেনু শেখ, চামেলী বেগম (৩২), স্বামী- সোহাগ শেখ, মোছাঃ সিমা বেগম, স্বামী-মোঃ ফটু শেখ, সকলের সাং-কদিমপাড়া (মধ্যপাড়া), আঃ কাদের (২৮) পিতা-অজ্ঞাত, শ্বশুর-মোঃ বাবলু খাঁ সহ অজ্ঞাতনামা ২০/২৫ জন ব্যক্তিরা একই উদ্দেশ্যে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে হাতে রামদা, হাসুয়া, কুড়াল, লোহার রড, লাঠি সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বসত বাড়ীতে অনধিকার প্রবেশ করে ঘর বাড়ী ভাংচুর করে ও খুন জখম করার হুমকী দেয়।

এই ঘটনায় বাদী সহ যাদের বাড়িতে হামলা হয়েছে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা। এছাড়াও বাদী ও ভুক্তভোগীদের বাড়ি থেকে প্রায় দেড় লক্ষ টাকা চুরির অভিযোগ করেছেন বাদী লিটন মিয়া। তিনি বলেন, আমাদের উপরে বারবার অন্যায় অত্যাচার করা হচ্ছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।

তবে এসব বিষয়ে বিবাদী বাবলু খাঁ বলেন, প্রকৃত ঘটনা হচ্ছে বাদী পক্ষ আমাদের উপরে প্রথম হামলা করেছে। তারপর আমি আমার জামাইকে বিষয়টি অবগত করলে জামাই সহ আমরাও তাদের বাড়িতে হামলা চালিয়েছি। লিটনরা হামলা চালিয়ে আমার বাড়িতেও ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় শাখারিয়া ইউনিয়ন বিট অফিসার (এসআই) শামিনুল ইসলাম বলেন, দুই পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com