খেত খেত বলে শুধু
খেতের মানুষ সব ,
শহর বাসী হয়ে তারা
করছে কলরব ।
গাঁয়ের মানুষ দেখলে পরে
বলে গাঁইয়া ভুঁত ,
শহর বাসী মাস্তান যারা
ঐ গাঁয়ের পুত ।
সহজ সরল গাঁয়ের মানুষ
খায় গতর খেটে ,
শহর একবার দেখতে এলে
কুকুর লেলায় গেটে ।
তোমার শরীর শুঁকে দেখ
আছে গাঁয়ের গন্ধ ,
গাঁয়ের মানুষ ভালবাস
করে হিংসা বন্ধ ।
৭ জানুয়ারী ১৯৯৬ খৃষ্টাব্দ
Leave a Reply