মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : ৬ দফা দাবিতে খুলনার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। ১৭ এপ্রিল রাত সাড়ে ৮ টার দিকে মহানগরীর বৈকালী মোড়ে খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এক ঘন্টা সেখানে অবস্থান করার পর সাড়ে ৯ টার দিকে সড়ক ছেড়ে দেয় তারা। পরে মিছিল সহকারে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, আমাদের ৬ দফা দাবি মানতে হবে। এর মধ্যে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টর দের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারং কোর্সে যেকোন বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে। উপসহকারী পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ সহ ৬ দফার সকল দাবি মানতে হবে বলে জানান তারা। খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাতুল বলেন, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আমরা সড়কে অবস্থান নিয়েছি ও বিক্ষোভ মিছিল করেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসুচি চলবে।
Leave a Reply