বোয়ালখালী, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বোয়ালখালীতে গত ১২ ঘণ্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় অনন্ত ৬জন আহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটেছে।
হাসপাতাল ও স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে পৌর সদরে পথচারী পূর্ব গোমদণ্ডীর দেলোয়ার হোসেন (৭০) নিয়ন্ত্রণ হারা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মুল খাইর মারজান বলেন, আহত বৃদ্ধ দেলোয়ার হোসেন কোমড়ে আঘাত পেয়েছেন। তার উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে।
এরপর রাত ১১টার দিকে উপজেলার কানুনগোপাড়া হাওলা ডিসি সড়কের অলিবেকারী এলাকায় সিএনজিচালিত দুই টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পো যাত্রী নগরীর পাথরঘাটা এলাকার সুবল তালুকদার (৪৫) ও তাঁর স্ত্রী রুমি চৌধুরী (৩৫) আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আরাকান সড়কের রায়খালী ব্রিজ এলাকায় একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে আঘাত হানে। এতে পশ্চিম গোমদণ্ডীর মো.রাসেল (২৫), পোপাদিয়ার মারিয়া সুলতানা (২৮) ও আবদুল মজিদ (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গাড়িটি একটি পোশাক কারখানার শ্রমিক পরিবহন করছিলো। আহতরা সকলেই শ্রমিক।
জানা গেছে, বৃষ্টির কারণে কাদা পানিতে সড়কগুলো পিচ্ছিল ও বিপদজনক হয়ে ওঠেছে। এর মধ্যে দ্রুত গতিতে যানবাহন চলতে গিয়ে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা।
Leave a Reply