শাহাদাৎ হোসেন সরকারঃ সাভার, ঢাকা,১৮ এপ্রিল ২০২৫ — সাভার ব্যাংক টাউন চেকপোস্টে তল্লাশি অভিযানের সময় পুলিশ একটি বাস থেকে এক ছিনতাইকারীকে আটক করেছে। দুপুর ১টা ১৫ মিনিটে চন্দ্রা থেকে ঢাকাগামী রাজধানী পরিবহনের (বি-১২-১৪০৪) ঢাকা মেট্রো বাসে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামীর নাম মোঃ ইমাম হাসান (১৮) যার পৈতৃক নিবাস যশোরের অভয়নগর।
তার বর্তমান ঠিকানা সাভার ব্যাংক টাউনে ১৩ নং রাস্তায় আব্দুল আজিজের ভাড়াটিয়া বাসা। তল্লাশির সময় তার কাছ থেকে একটি বার্মিজ সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
স্থানীয় পুলিশ জানায়, ইমাম হাসান ঢাকার বিভিন্ন এলাকায় ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সাভার সার্কেল মো শাহিনুর রহমান বলেন, “আমাদের নিয়মিত তল্লাশি অভিযানের অংশ হিসেবে আজকের এই সফলতা অর্জিত হয়েছে। আসামীকে জিজ্ঞাসাবাদ করে তার নেটওয়ার্ক ও অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।”
আসামীকে সাভার থানায় এনে মামলা দায়ের করে বিচারের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছেন তিনি। এলাকাবাসী এই ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য পুলিশের প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে এর মাধ্যমে অপরাধ প্রবণতা কমে আসবে।
Leave a Reply