মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: বাস শ্রমিকদের সাথে রুপসা থানার অফিসার ইনচার্জ ওসি সৌজন্যেমুলক আচরনের প্রতিবাদে পুর্ব রুপসার ১১ টি রুটে তিন ঘন্টা বাস ও মিনিবাস চলাচল বন্ধ হয়ে যায়। একারনে সীমাহীন দুর্ভোগে পড়ে সেখানকার যাত্রীরা। পরে বাস মিনিবাস মালিক সমিতি, মোটর শ্রমিক ইউনিয়ন ও থানা পুলিশের যৌথ বৈঠক শেষে পুনরায় বাস চলাচল শুরু হয়। আজ ১৯ এপ্রিল সকাল ১০ টার দিকে পুর্ব রুপসা বাসস্টান্ডে এ ঘটনা ঘটে। পরে বেলা ১ টার দিকে পুনরায় বাস চলাচল হয়। শ্রমিকরা জানায়, হাইওয়ে সড়কে ইজিবাইক ও মাহিন্দ্র সহ থ্রিহুলার বন্ধের দাবি জানিয়ে তারা দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছেন। তার পরও এসব থ্রিহুলার বন্ধে সংশিস্ট প্রশাসনের কোনো কর্মসুচির কার্যকর পদক্ষেপ নেই নি। এ অবস্থায় আজ সকাল ৭ টার দিকে রহিম নামে এক ব্যক্তি ইজিবাইকে যাত্রী নিয়ে পুর্ব রুপসা বাসস্টান্ডে পৌছালে বাস শ্রমিকরা ইজিবাইকটি আটকে রাখে। পরে ইজিবাইক চালক রহিম এ বিষয়ে রুপসা থানায় অভিযোগ করলে থানার অফিসার ইনচার্জ ওসি মো: মাহফুজুর রহমান ঘটনাস্থলে আসেন। এসময় শ্রমিকদের সাথে তার বাকবিতন্ড হয়। বুলু নামে এক মটর শ্রমিকের হাতে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নেওয়ার চেষ্টা করেন তিনি। তখন শ্রমিকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত শ্রমিকরা তখন সড়কে বেরিকেট দিয়ে বাস চলাচল বন্ধ করে দেয়। পরে খবর পেয়ে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌছান এবং থানা পুলিশের সাথে যৌথ বৈঠক শেষে বেলা ১ টার দিকে পুনরায় বাস চলাচল শুরু করে। জানতে চাইলে পুর্ব রুপসা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম মোল্লা বলেন, ইজিবাইক ও মাহিন্দ্রর মতো সড়কে চলাচল নিষিদ্ধ আছে। এরাই ঝামেলা সৃষ্টি করে। পাশাপাশি কিছু বাস শ্রমিক মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে হুটহাট গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এটি দু:খ জনক। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। তবে হুটহাট করে যাতে বাস চলাচল বন্ধ করতে না পারে সেজন্য ২৩ এপ্রিল আমরা শ্রমিক ইউনিয়নের সাথে আলোচনায় বসবো। এ ব্যাপারে রুপসা থানার অফিসার ইনচার্জ ওসি মো: মাহফুজুর রহমান বলেন, থ্রিহুলার ও বাস শ্রমিকদের মাঝে দীর্ঘ দিন ধরে একে অপরের উপর হামলা সহ বিরোধ চলে আসছে। এসব বিরোধ নিস্পত্তির লক্ষ্য আমরা পুর্ব রুপসা বাস স্টান্ডে পোছাই। পরে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ সাথে বৈঠক করে পরিস্থিতি সমাধান করা হয়।
Leave a Reply