আর লায়ন সরকার, নরসিংদী: নারায়ণগঞ্জের বন্দরে নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় নরসিংদীর মাধবদী থানার বিবিরকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. রুবেল মিয়া (৩৫) ওই এলাকার মো. আদম আলীর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ১৬ জানুয়ারি দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন পদুঘর ইনডোর বৈদ্যুতিক সাব স্টেশনে একদল ডাকাত হানা দেয়। তাদের মধ্যে কয়েকজন ভুয়া ডিবি পরিচয়ে শরীরে ‘ডিবি’ লেখা পোশাক পরে ছিল। ডাকাতরা অফিসের গেট টপকে ভেতরে ঢুকে কর্তব্যরত নিরাপত্তা প্রহরী মো. ফারুক হোসেন, লাইনম্যান গ্রেড-১ ফকির তারিকুজ্জামান ও সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার মো. আজিজুল হককে গামছা ও রশি দিয়ে বেঁধে জিম্মি করে ফেলে। এরপর তারা স্টোররুম ও প্রধান ফটকের তালা ভেঙে ট্রান্সফরমার, সিসিটিভি, কম্পিউটার এক্সেসরিজসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। তারা সিসিটিভি ও কম্পিউটার ভাঙচুর করে হার্ডডিস্ক নিয়ে যায়। ডাকাতির ফলে অফিসের প্রায় ১৫ লাখ ৮৫ হাজার ৫৯৪ টাকা ক্ষতির সম্মুখীন হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানায়, এই ঘটনায় ১৮ জানুয়ারি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মো. আব্দুল মোমেন সরকার বন্দর থানায় একটি ডাকাতি মামলা করেন। মামলার পরপরই র্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং ঘটনার তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাত দলের সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় র্যাব-১১ সিপিসি-১, নারায়ণগঞ্জ এবং সিপিএসসি, নরসিংদী যৌথভাবে অভিযান চালিয়ে ডাকাত দলের নেতা রুবেল মিয়াকে গ্রেপ্তার করে এবং বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply