মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : নগরীর ছাদে কাপড় নাড়তে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। ১৮ এপ্রিল সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর খানজাহানআলী থানাধীন মাতমডাঙা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূ ঔই এলাকার আল আমিন হোসেনের স্ত্রী শাহানাজ পারভীন। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। হাসপাতাল সুত্রে জানায়, সকালের দিকে বাসার ছাদে কাপড় নাড়ছিলেন গৃহবধূ শাহানাজ পারভীন। কিন্তু বাড়ির পাশ থেকে যাওয়া বিদ্যুতের তারে হাতের স্পর্শ লাগলে গৃহবধূ শাহানাজ বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে খানজাহানআলী থাানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন বলেন, লোকমুখে এমন ঘটনা শুনেছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply