রাকিবুল হাসান(রকি): মাদারীপুরের শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটির সভাপতি।
১৭ এপ্রিল বিকেলে শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরীর বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন শিরুয়াইল ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটি। এসময় শিরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর খন্দকার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন টিপু মুন্সী লিখিত বক্তব্য পাঠ করেন।
‘১৯ তারিখ শিরুয়াইল ইউনিয়নে কামাল জামান নুরুদ্দিন মোল্লা বিএনপির কর্মীসমাবেশ ডেকেছেন। সেখানে স্থানীয় সেলিম মোল্লাকে ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে প্রচার করা হচ্ছে। এবং ওই কর্মীসমাবেশে সভাপতিত্ব করার কথা থাকলেও সেলিম মোল্লাকে ইউনিয়ন বিএনপির সভাপতি বলে প্রচার করা হচ্ছে। মূলত তিনি শিরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি নন। তিনি ২০০৮ সালের দিকে ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তবে এরপর তিনি আওয়ামীলীগে যোগদান করেন। আওয়ামীলীগের বিভিন্ন সভাসমাবেশে যোগদান করতেও দেখা গিয়েছে তাকে। এরপর শিরুয়াইল ইউনিয়ন বিএনপির কমিটি করা হলে সেখানে আলমগীর খন্দকারকে সভাপতি করা হয়।’
শিরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর খন্দকার বলেন,’সেলিম মোল্লা ২০০৯ সালে আওয়ামীলীগে যোগদান করে বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করেন। এরপর তিনি আর বিএনপির সাথে থাকেন নাই। বিগত সকল নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামীলীগের সাথে যোগ দিয়ে আওয়ামীলীগের নির্বাচনের সভা-সমাবেশ করেছেন। ৫ আগস্টের পট পরিবর্তনের পর বর্তমানে নুরুদ্দিন মোল্লার কর্মীসমাবেশে সেলিম মোল্লাকে ইউনিয়ন বিএনপির সভাপতি বলে পরিচয় করিয়ে দিচ্ছেন। এছাড়াও মাইকিং করে লোকজনকে জানান দিচ্ছেন তারা। আমরা এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই। এবং অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহারের দাবী জানাই।’
সংবাদ সম্মেলনে শিরুয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন টিপু বলেন,’ ১৯ এপ্রিল শিরুয়াইলে বিএনপির এক কর্মীসমাবেশের আয়োজন করেছেন কামাল জামান নুরুদ্দিন মোল্লা। তবে ওই সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি বলে যাকে পরিচয় করিয়ে দিচ্ছেন সেই সেলিম মোল্লা মূলত আওয়ামীলীগের দোসর।তিনি ২০০৯ সালেই আওয়ামীলীগে যুক্ত হয়েছেন। তবে এর আগে তিনি বিএনপির শিরুয়াইল ইউনিয়নের সভাপতি ছিলেন। কিন্তু আওয়ামীলীগে যোগদানের পর তিনি আর বিএনপিতে তেমন ভাবে ফিরেননি। কিন্তু এখন তিনি বিএনপির সভাপতি বলে প্রচার প্রচারনা করে বেড়াচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
Leave a Reply