মোঃ সুমন উদ্দীন, দীঘিনালা, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি দীঘিনালায় বোয়ালখালী ইউনিয়নের পুরাতন বাজার এলাকায় গভীর রাতে অচেতন পদার্থ প্রয়োগ করে পরিবারের সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে।
গত বুধবার দিবাগত রাতে দীঘিনালা উপজেলায় বোয়ালখালী ইউনিয়নের পুরাতন বাজার যুবদল সাবেক নেতা মো: ইকবাল হোসেন এর বাড়িতে গভীর রাতে অচেতন পদার্থ প্রয়োগ করে পরিবারের ৭জন সদস্যকে অজ্ঞান করে আলমিরা ভেঙ্গে দেড় ভরি স্বর্ণালকার ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে দূর্ধষ চোর চক্র। দীঘিনালা উপজেলায় এই প্রথম ঘটল অচেতন পদার্থ দিয়ে অজ্ঞান করে চুরির ঘটনা।
যুবদল নেতা পরিবারের প্রধান মো: ইকবাল হোসেন বলেন, আমি একটি কাজে রাঙ্গামাটি ছিলাম, আমরা টিভিতে দেখেছি শয়তানের স্প্রেরে নামে অথবা ক্লোরফর্ম জাতীয় কিছু প্রয়োগ করে অজ্ঞান করে চুরি করে।
আমার বাড়িতে গতবুধবার দিবাগত রাতে বেড়ার ফাঁক দিয়ে ঘরে চেতনানাশক স্প্রে করে চোরের দল। পরিবারের সকলে অচেতন হয়ে পড়লে ঘরের পিছনের জানালা ভেঙ্গে তারা বাড়িতে ঢোকে। আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালকারসহ মালামাল চুরি করে নিয়ে যায়। তবে সকাল ১০টা পর্যন্ত বিষয়টি কেউই বুঝতে পারেনি। সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তাদের বাড়িতে গিয়ে ঘরে সবাইকে অচেতন অবস্থায় দেখে। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো হয়। বোয়ালখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার দীল মোহাম্মদ জানান, পরিবারের ৭সদস্য সকলের চিকিৎসা চলছে। তারা এখনও স্বাভাবিক হতে পারেনি। তবে সকলের ধারণা চেতনা নাশক স্প্রে ব্যবহার করে এই চুরির ঘটনা ঘটেছে।
এবিষয়ে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসক ডাঃ ত্রিলোক চাকমা জানান, পরিবারের শিশুসহ ৭জন অসুস্থ হয়ে হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে ৩জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মাধ্যমে এই ঘটনা জানতে পেরেছি।
দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, চুরির হওয়ার ঘটনা খবর পেয়ে ভূক্তভোগীর বাড়িতে তদন্ত করা জন্য গিয়েছি। ভুক্তভোগী থানায় অভিযোগে করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply