1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
চকরিয়া থানায় পুলিশের অভিযানে ভূয়া নৌ-বাহিনী আটক। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চাঁপাইনবাবগঞ্জের আম যাবে চীনের বাজারে, খুশি চাষিরা নওগাঁয় ১৭১৯ কেজি সরকারি চাল জব্দ অবৈধ অভিবাসন রোধ ও পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি- স্বরাষ্ট্র উপদেষ্টা নওগাঁয় সড়ক দূর্ঘটনায় দু’জন শিক্ষার্থী’র মৃত্যু পীরগঞ্জে রাস্তা সংস্কার কাজের ঠিকাদারী পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী পলাতক আ’লীগ নেতা! কেসিসির নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মঞ্জুর করা মামলার শুনানি ৪ মে। বাবা-মেয়েকে অপহরণ করে নির্যাতনের দায়ে চাচা-ভাতিজার বিরুদ্ধে মামলা, প্রাণনাশের হুমকিতে পরিবার পলাশ উপজেলা বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক ভাবে মোকাবেলা না করতে পেরে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। শিশুদের সাথে সব সময় ইতিবাচক আচরন করতে হবে, কেএমপি পুলিশ কমিশনার। গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

চকরিয়া থানায় পুলিশের অভিযানে ভূয়া নৌ-বাহিনী আটক।

  • আপডেট সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২০ দেখেছেন

রফিকুল ইসলাম সিরাজী, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলার আওতাধীন চকরিয়া থানায় ভূয়া নৌবাহিনীর
সৈনিক পরিচয় দানকারী আসামী গ্রেফতার। ১৯এপ্রিল রাত ০১.০০ ঘটিকার সময় চকরিয়া থানাধীন পৌরসভার ০৪নং ওয়ার্ডের আনোয়ার শপিং সেন্টারের সামনে স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট এর সামনে পাকা রাস্তার উপর হতে – ১। মোঃ মিজান (৩৬), পিতা- মৃত মোন্তাজ উদ্দিন, সাং- ভাটগাঁও, তাইনজাঙ্গা ইউনিয়ন, থানা- তারাইল, জেলা- কিশোরগঞ্জ, বর্তমানে- শ্বশুর ইউনুস মন্ডলের বাড়ি, বিষ্ণুপুর, থানা- পাংশা, জেলা- রাজবাড়ী, ২। মৌসুমী বেগম প্রঃ মৌ (২৭), স্বামী- মোঃ মিজান, পিতা- মৃত নাছির উদ্দিন, মাতা- ফরিদা ইয়াছমিন ডলি, সাং- তিতাস সিনেমা মোড়, ঝাউতলা রোড়, (পিয়ন বাড়ি), ৬নং ওয়ার্ড, থানা- পটুয়াখালী সদর, জেলা- পটুয়াখালীদ্বয় হাতে ওয়াকিটকি সেট সহ নিজেকে নৌ-বাহিনীর সৈনিক পরিচয় দিয়ে স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট ফটোগ্রাফির দোকান হতে ক্যামেরা ভাড়া নেওয়ার কথা বলে। । পরবর্তীতে কথাবার্তা সন্দেহজনক মনে হলে ফটোগ্রাফির জন্য ক্যামেরা ভাড়া করার কথা বলে ইতিপূর্বে প্রতারনা পূর্বক বিভিন্ন স্থান হতে ক্যামেরা নিয়ে গিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে সত্যতা স্বীকার করে। ১নং আসামী মিজানের নিকট হতে (i) ১টি কালো রংয়ের এন্টিনা বিহীন Motorola ওয়াকিটকি ওয়ারলেস সেট, যাহার মডেল নং—১টি AAH25KDH9AA6ANFD, Fcc ID: AZ489FT3794, SERIAL NO: 749HEJC275, (ii) ১(এক)টি Suzuki GIXXER 150 (BLUE) মোটরসাইকেল, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-২৪-৯৬৮৬, চেসিস নং- MB8NG4BAKF 8206397, ইঞ্জিন নং- BGAI-203525, (যাহার হেড লাইটের শেডের উপরে পিবিআই এর মনোগ্রাম সম্বলিত স্টিকার সংযুক্ত)।
সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় ১নং আসামী মোঃ মিজান এর বিরুদ্ধেঃ-
১। ঝিনাইদহ সদর থানার ,এফআইআর নং-৭, জি আর নং-৪৬২, তারিখ- ০৭ অক্টোবর, ২০২৪; ধারা- ১৭০/৪০৬/৪২০ পেনাল কোড,
২। রাজবাড়ী সদর থানার ,এফআইআর নং-১৩/৪৬, জি আর নং-৪৬, তারিখ- ১০ ফেরুয়ারি, ২০২১; ধারা- ৪২০/৪০৬/৩৭৯ পেনাল কোড,
৩। মাদারীপুর এর শিবচর থানার ,এফআইআর নং-২/২, জি আর নং-০২, তারিখ- ০৫ জানুয়ারি, ২০২১; ধারা- ৪০৬/৪২০/৩৭৯/৩৪ পেনাল কোড,
৪। কুষ্টিয়া সদর থানার ,এফআইআর নং-১২, জি আর নং-৬৯, তারিখ- ০৭ ফেরুয়ারি, ২০২৩; ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড,
৫। পাবনা সদর থানার ,এফআইআর নং-২১/৭৮৬, জি আর নং-৭৮৬/২০২০, তারিখ- ০৬ নভেম্বর, ২০২০; ধারা- ১৭০/৪০৬/৪২০ পেনাল কোড,
৬। কিশোরগঞ্জ এর তারাইল থানার ,জি আর নং-৩১৯/২২, তারিখ- ০৩ নভেম্বর, ২০২২ এর অভিযুক্ত।

উপরোক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে চকরিয়া থানার মামলা নং-৩৯/১৮৩,,তাং১৯/০৪/২০২৫ইং, ধারা-১৭০/৪০৬/১০৯ পেনাল কোড রুজু করা হয়েছে

আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com