রফিকুল ইসলাম সিরাজী, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলার আওতাধীন চকরিয়া থানায় ভূয়া নৌবাহিনীর
সৈনিক পরিচয় দানকারী আসামী গ্রেফতার। ১৯এপ্রিল রাত ০১.০০ ঘটিকার সময় চকরিয়া থানাধীন পৌরসভার ০৪নং ওয়ার্ডের আনোয়ার শপিং সেন্টারের সামনে স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট এর সামনে পাকা রাস্তার উপর হতে – ১। মোঃ মিজান (৩৬), পিতা- মৃত মোন্তাজ উদ্দিন, সাং- ভাটগাঁও, তাইনজাঙ্গা ইউনিয়ন, থানা- তারাইল, জেলা- কিশোরগঞ্জ, বর্তমানে- শ্বশুর ইউনুস মন্ডলের বাড়ি, বিষ্ণুপুর, থানা- পাংশা, জেলা- রাজবাড়ী, ২। মৌসুমী বেগম প্রঃ মৌ (২৭), স্বামী- মোঃ মিজান, পিতা- মৃত নাছির উদ্দিন, মাতা- ফরিদা ইয়াছমিন ডলি, সাং- তিতাস সিনেমা মোড়, ঝাউতলা রোড়, (পিয়ন বাড়ি), ৬নং ওয়ার্ড, থানা- পটুয়াখালী সদর, জেলা- পটুয়াখালীদ্বয় হাতে ওয়াকিটকি সেট সহ নিজেকে নৌ-বাহিনীর সৈনিক পরিচয় দিয়ে স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট ফটোগ্রাফির দোকান হতে ক্যামেরা ভাড়া নেওয়ার কথা বলে। । পরবর্তীতে কথাবার্তা সন্দেহজনক মনে হলে ফটোগ্রাফির জন্য ক্যামেরা ভাড়া করার কথা বলে ইতিপূর্বে প্রতারনা পূর্বক বিভিন্ন স্থান হতে ক্যামেরা নিয়ে গিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে সত্যতা স্বীকার করে। ১নং আসামী মিজানের নিকট হতে (i) ১টি কালো রংয়ের এন্টিনা বিহীন Motorola ওয়াকিটকি ওয়ারলেস সেট, যাহার মডেল নং—১টি AAH25KDH9AA6ANFD, Fcc ID: AZ489FT3794, SERIAL NO: 749HEJC275, (ii) ১(এক)টি Suzuki GIXXER 150 (BLUE) মোটরসাইকেল, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-২৪-৯৬৮৬, চেসিস নং- MB8NG4BAKF 8206397, ইঞ্জিন নং- BGAI-203525, (যাহার হেড লাইটের শেডের উপরে পিবিআই এর মনোগ্রাম সম্বলিত স্টিকার সংযুক্ত)।
সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় ১নং আসামী মোঃ মিজান এর বিরুদ্ধেঃ-
১। ঝিনাইদহ সদর থানার ,এফআইআর নং-৭, জি আর নং-৪৬২, তারিখ- ০৭ অক্টোবর, ২০২৪; ধারা- ১৭০/৪০৬/৪২০ পেনাল কোড,
২। রাজবাড়ী সদর থানার ,এফআইআর নং-১৩/৪৬, জি আর নং-৪৬, তারিখ- ১০ ফেরুয়ারি, ২০২১; ধারা- ৪২০/৪০৬/৩৭৯ পেনাল কোড,
৩। মাদারীপুর এর শিবচর থানার ,এফআইআর নং-২/২, জি আর নং-০২, তারিখ- ০৫ জানুয়ারি, ২০২১; ধারা- ৪০৬/৪২০/৩৭৯/৩৪ পেনাল কোড,
৪। কুষ্টিয়া সদর থানার ,এফআইআর নং-১২, জি আর নং-৬৯, তারিখ- ০৭ ফেরুয়ারি, ২০২৩; ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড,
৫। পাবনা সদর থানার ,এফআইআর নং-২১/৭৮৬, জি আর নং-৭৮৬/২০২০, তারিখ- ০৬ নভেম্বর, ২০২০; ধারা- ১৭০/৪০৬/৪২০ পেনাল কোড,
৬। কিশোরগঞ্জ এর তারাইল থানার ,জি আর নং-৩১৯/২২, তারিখ- ০৩ নভেম্বর, ২০২২ এর অভিযুক্ত।
উপরোক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে চকরিয়া থানার মামলা নং-৩৯/১৮৩,,তাং১৯/০৪/২০২৫ইং, ধারা-১৭০/৪০৬/১০৯ পেনাল কোড রুজু করা হয়েছে
আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
Leave a Reply