রফিকুল ইসলাম সিরাজী,কক্সবাজার প্রতিনিধি : মহেশখালী বাসীর আশা পূরণ হতে চলেছে এখন দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কক্সবাজার ও মহেশখালীর নৌপথে সী ট্রাক যাত্রী নিয়ে পাড়ি দিয়েছে মহেশখালী । অনেক জল্পনা কল্পনার পর দীর্ঘদিনের উপকূল এলাকা মহেশখালী বাসীর আশা পূরণ হয়েছে বলে জানান পাড়ী দেওয়া যাত্রীরা । বিআইডব্লিউটিএ-এর পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, আজ থেকে কক্সবাজার-মহেশখালী নৌপথে পরীক্ষামূলকভাবে সি-ট্রাক চালু হয়েছে। এটা পরে আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে।
মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, প্রথমবারের মতো যাত্রী নিয়ে সি-ট্রাক ভিড়েছে মহেশখালী জেটি ঘাটে। স্থাপন করা হয়েছে পন্টুন। মহেশখালীর মানুষের উচ্ছ্বাস দেখে ভীষণ ভালো লাগছে। জনগণের দুর্ভোগ লাঘব করতে আমরা সম্মিলিতভাবে এগিয়ে আসবো।
এদিকে সকাল থেকে জেটিঘাটে ছাত্র-জনতার সঙ্গে উপস্থিত ছিলেন – মহেশখালী কুতুবদিয়ার সাবেক এমপি আলমগীর ফরিদ, মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, সাবেক পৌর মেয়র সরওয়ার আজম ও আরো বহু আগত গুনিজন।
Leave a Reply