এবারের শ্লোগান,”রক্তের দামে কিনেছি স্বপ্ন, সাহসী ভোর!সম্মুখে জয়, কাটবে এবার বৈষম্যের ঘোর…
নিজস্ব প্রতিবেদক: ২ মে আমার বাংলাদেশ (এবি) পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সারাদেশের জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের সংগঠকদের এক সমাবেশ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার। অতিথি হিসেবে ছিলেন, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ফারুক, লে. কর্ণেল (অবঃ) দিদারুল আলম, লে. কর্ণেল (অবঃ) হেলাল উদ্দিন ও ব্যারিস্টার খান আজম।
সমাবেশে সারাদেশে উৎসব মূখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী উৎপাদনের সিদ্ধান্ত গৃহীত হয়। কেন্দ্রীয় ভাবে আগামী ২ মে প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র্যালী, জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, এবি পার্টি দলের নেতাকর্মীদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে গোটা দেশে একটি রাজনৈতিক সংগঠন হিসেবে আজ পঞ্চম বার্ষিকীতে উপনীত হয়েছে। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সারাদেশের সকল জেলা উপজেলায় আনুষ্ঠানিক ভাবে কর্মসূচি পালনের মাধ্যমে জনগণের মাঝে এবি পার্টির প্রতি আস্থা অর্জন করতে চাই। আমরা দেশের মানুষকে বোঝাতে চাই সত্যিকার অর্থেই নতুন বাংলাদেশের যে ধারণা ও জনগণের নতুন বাংলাদেশ নিয়ে যে আগ্রহ তৈরি হয়েছে তার প্রতিফলন ঘটানোর সক্ষমতা এবি পার্টির রয়েছে।
সমাবেশে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী,রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
Leave a Reply