শফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিলেট: সিলেট নগরীর উপশহর এলাকার শাহজালাল সেতুর নিচে সুরমা নদীতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে। ১৮ এপ্রিল সকাল ১০টার দিকে স্থানীয়রা নদীতে লাশটি ভেসে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নদীর পাড়ে হাঁটার সময় লাশটি ভেসে থাকতে দেখা যায়। পরে কোতোয়ালী মডেল থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহটি ৩৫ থেকে ৪০ বছর বয়সী এক পুরুষের। লাশটির শরীর আংশিক পচে যাওয়ায় ধারণা করা হচ্ছে, মৃত্যু অন্তত কয়েকদিন আগের।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “লাশটির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি পরিচয় শনাক্তে আশেপাশের থানাগুলোকে জানানো হয়েছে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, এটি কোনো অপরাধের ফলেও হতে পারে। তবে পুলিশ বলছে, তারা সকল সম্ভাবনা মাথায় রেখে তদন্ত চালিয়ে যাচ্ছে।
Leave a Reply