কাইয়ূম শরীফ, মুকসুদপুরঃ মুকসুদপুরে উপজেলা ছাত্রদলের পক্ষে থেকে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি ও কলম বিতরন করা হয়। ১৭ এপ্রিল সকাল ৯ টায়, মুকসুদপুর সরকারি সাবের মিয়া জসিমউদদীন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদল বিশুদ্ধ খাবার পানি ও কলম বিতরন করে। কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সারা দেশে চলমান এসএসসি, দাখিল ও এসএসসি ভকেশনাল পরীক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতার অংশ হিসাবে, মুকসুদপুর উপজেলা ছাত্রদল সরকারি সাবের মিয়া জসিমউদদীন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও কলম বিতরন করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক যোবায়ের মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোঃ অন্তর শিকদার সহ উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ
Leave a Reply