আব্দুল কাদের চৌধুরী,ফটিকছড়ি প্রতিনিধি: বুধবার সন্ধ্যায় দুই ভাই বাড়ি ফেরার পথে মোটরসাইকেল যোগে পাঁচপুকুরিয়া সুয়াবিল সিমান্ত এলাকায় খালের উপর দিয়ে স্থাপিত কাঠের সেতুর উপর যাওয়ার সময়ে দুর্ঘটনায় দুই ভাই খালের পানিতে পড়ে ডুবে যায়। পরোক্ষনে চাচাতো ভাই তাজু সাতরে পাড়ে উঠতে সক্ষম হলেও অপর ভাই মনজু (৩২) নিখোঁজ রয়েছে। এ খবর চতুর্দিকে ছড়িয়ে পড়লে হাজার হাজার এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মনজুকে উদ্ধারের অভিযান চালায়। এক ঘন্টা পর ফটিকছড়ি ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর নিলেও তাদের ডুবুরি দল না থাকায় নিখোঁজ মনজুকে উদ্ধারের প্রচেষ্টা বিলম্ব হয়। পরে প্রায় ৭ ঘন্টা পর এলাকাবাসীর উদ্ধারের চেষ্টায় মনজুকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। নিহত মনজু গত দুদিন পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে বলে তার পরিবার সূত্র ও এলাকাবাসী জাানান। অপরদিকে দুঘর্টিত মোটরসাইকেলটি উক্ত কাঠের ব্রিজের উপর থেকে এলাকাবাসী উদ্ধার করেছে। নিহত মনজু পাঁচপুকুরিযা এলাকার জনৈক নুরুল ইসলামের পুত্র বলে জানা যায়। এ ঘটনায় ওই এলাকায় এক শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply