রেজাউল ইসলামঃ সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়ন ললাটি গ্রামের ৮ নং ওয়ার্ডের হাজী মজিবুর রহমান রোডস্থ পিএমএ মেটাল কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মোঃ মোনাববর হোসেনের উপস্থিতিতে। ১৭ এপ্রিল রোজ বৃহস্পতিবার মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সোনারগাঁও জোনাল অফিস ম্যানেজার বিক্রয়, সোনারগাঁও থানা আওতাধীনের সৈয়দ আনোয়ার আজিম। জানা যায় উক্ত কারখানার মালিক তাহের ৫ই আগস্টের পর এলাকার বিএনপির নেতা ও অসাধু কন্ট্রক্টারের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে খানাডলি তৈরির কারখায় উৎপাদন করে আসছেন। অবৈধভাবে তাহের, গ্যাস ব্যবহার করার ফলে সরকার মোটা অংকের রাজস্ব হারাচ্ছে। এ বিষয়ে ম্যানেজার বিক্রয় সৈয়দ আনোয়ার আজিম বলেন, এই কারখানার মালিক তাহেরকে পূর্বে সতর্ক করার পরেও বিধি নিষেধ না মেনে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে কারখানায় উৎপাদন করে আসছেন। সূত্রে জানতে পেরে তিতাস কোম্পানি সিদ্ধান্তে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় । এদিকে উপস্থিত ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন সরকারকে রাজস্ব আয় ফাঁকি দেওয়া এবং অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে কারখানায় খানাডলি তৈরি করায় অর্থাৎ আইনী পরিপন্থী কাজ করায় কারখানার মালিক তাহেরকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় উচ্ছেদ অভিযানে দুই ইঞ্চি
Leave a Reply