মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : খুলনার রুপসা উপজেলার খান মোহাম্মাদপুর সাকিন এলাকা থেকে স্কুল ছাত্রী অপহরনের ঘটনায় অপহ্নত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। ১৭ এপ্রিল রুপসা শ্রীফলাতলা থানাক্যাম্প পুলিশ তাকে উদ্ধার করে। এর আগে ১৬ এপ্রিল রুপসার আইচগাতী ইউনিয়নের নবপল্লী এলাকায় বিশেষ অভিযানে মো: হিমেল হাওলাদার সোহাগ(২৮) নামে এ অপহরনকারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রুপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে জেলা পুলিশের পাঠানো বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানাযায়। বিজ্ঞপ্তিতে বলা হয় ৬ষ্ঠ শ্রেনীর ঔই স্কুল ছাত্রীকে স্কুলে যাতায়তকালে হিমেল হাওলাদার বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। ভুক্তভোগীর বাবা- মা বিষয়টি জানার পর হিমেল হাওলাদারকে অনুরোধ করে যেন তাদের মেয়েকে আর উত্যক্ত না করে। কিন্তু হিমেল আরো ক্ষিপ্ত হয়ে গত ৯ এপ্রিল সকালে রুপসা উপজেলার খান মোহাম্মাদপুর সাকিনস্থ এলাকা থেকে মেয়েটিকে অপহরন করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আইচগাতীর নবপল্লী এলাকা থেকে গ্রেফতার করে।
Leave a Reply