যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই –খছরুজ্জামান খছরু
মোঃ আশিকুর রহমান রানা ,(সিলেট জেলা প্রতিনিধি): বিশ্বনাথ উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী খছরুজ্জামান খছরু বলেছেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবক ও কিশোর-কিশোরীদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভাল থাকবে। তিনি আরও বলেন, এই ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই সুন্দর আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলছেন, ভবিষ্যতে এমন আয়োজনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি। ১৬ এপ্রিল বিকেলে বিশ্বনাথ উপজেলার ৬নং ওয়ার্ডের তবলপুর গ্রামের মাঠে মিতালী যুব সংঘের উদ্যোগে আয়োজিত ২য় মিডবার ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মিতালী যুব সংঘের সভাপতি জুবেল আহমদ এর সভাপতিত্বে ও সহ সভাপতি আমির আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আবুল বশর মো. ফারুক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আশিকুর রহমান রানা, আরব আমিরাত যুবদলের সাধারণ সম্পাদক শাহ জাহান সচিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও ইউনিয়ন বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুন নূর, সৌদি প্রবাসী বাদশাহ মিয়া। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক সাজ্জাদ মেম্বার, ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা বিশিষ্ট মুরব্বি মজাই মিয়া, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ধন মিয়া, সাবেক ফুটবলার কয়েছ মিয়া, বিএনপি নেতা শফিক মিয়া, উস্তার আলী গেদা মিয়া, আব্দুল মালিক, সাজেদ আলী, সুরুজ মিয়া, ফয়জুল মিয়া, আছকর আলী, কাওছার মিয়া, ১ম পুরস্কার দাতা বুরহান তালুকদার, ২য় পুরস্কার দাতা গিয়াস উদ্দিন, জয়নাল আবেদীন, কালু মিয়া, কয়েছ মিয়া, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমরুস আলী, মিতালী যুব সংঘের সদস্য লায়েছ আহমদ, শামীম আহমদ, আনোয়ার আলী, বাদশা মিয়া, জুয়েল আহমদ, কুদ্দুস মিয়া প্রমুখ।
উক্ত ফাইনাল খেলায় ১ম স্থান অর্জন করেন এলিবেন স্টার রামপুর এবং রানার্স আপ অর্জন করেন এগারো বন্ধু স্পোটিং ক্লাব খালপাড়।
Leave a Reply