জেলা প্রতিনিধি কক্সবাজার: আপনিও প্রস্তুত থাকুন, টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণ রোধে কার্যকর উদ্যোগ কি হতে পারে? কেন এই অপহরণ, নির্যাতন, হত্যা, মুক্তিপণ আদায় বন্ধ করা যাচ্ছে না? কারা এতে জড়িত বা কাদের পৃষ্ঠপোষকতা রয়েছে? এমন হাজার প্রশ্নের বেড়াজালে আটকে আছে টেকনাফের মানুষের জীবন। তাই এবার টেকনাফে বসেই অপহরণ রোধে মানুষকে ঐক্যবদ্ধ করে সচেতন করতে চাই। দাবি জানতে চাই পাহাড়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযানের। টেকনাফের বাহারছড়া ইউনিয়ন হয়ে হেঁটে টেকনাফ সদর, পৌরসভা, হ্নীলা, হোয়াইক্যং ইউনিয়নের পালন করতে চাই বিশেষ কর্মসূচি। আমি একাই করবো। সচেতন টেকনাফবাসির সহযোগিতা চাই। দ্রুত সময়ের মধ্যে কর্মসূচির তারিখ ও বিস্তারিত জানাবো।
Leave a Reply